New to Insulin Bengali – আমার ইন্সুলিন দরকার কেন?

রক্তে শর্করার (গ্লুকোজ) মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য অগ্ন্যাশয়ের (প্যানক্রিয়াস) দ্বারা সৃষ্ট এটা একটা হরমোন। ইন্সুলিনের অনুপস্থিতিতে আমাদের শরীরের কোষগুলি শক্তির উৎস হিসাবে শর্করাকে ব্যবহার করতে পারেনা। যখন আপনার ডায়াবেটিস (বহুমূত্র রোগ) থাকে, আপনার শরীর ইন্সুলিন তৈরি করতে পারেনা অথবা যে ইন্সুলিন আপনার তৈরি হয় তা ঠিকঠাক কাজ করেনা। এজন্য, আপনার বাহ্যিক ইন্সুলিন দরকার। আপনার যে ইন্সুলিনের প্রয়োজন তা আপনি একটা ইন্সুলিন পেন, একটা সিরিঞ্জ, অথবা ইন্সুলিন পাম্পের দ্বারা এটাকে (শরীরের ভিতরে) প্রয়োগ করতে পারেন। ইন্সুলিন গ্রহণ করলেঃ আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আপনাকে কর্মশক্তি দেয় আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে

New to Insulin Bengali – শরীরে ইন্সুলিন ক্ষরণ ক্রিয়া

পেট খালি থাকা অবস্থায় ক্ষরিত ইন্সুলিন মৌলিক ইন্সুলিন রূপে জ্ঞাত। খাবার খাওয়ার পরে রক্তে বর্ধিত শর্করার মাত্রার প্রতিক্রিয়ায় ইন্সুলিন ক্ষরণ বেড়ে যায়। ডায়াবেটিস রোগে এই প্রক্রিয়া আক্রান্ত হয় যার জন্য বাইরে থেকে ইন্সুলিন (শরীরের মধ্যে) প্রয়োগ করা দরকার।